সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ সংখ্যা ২০২৫ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ইতিহাসের প্রথম নার্স

ইতিহাসের প্রথম নার্স গিয়াসুদ্দিন দালাল গিয়াসুদ্দিন দালাল পশ্চিমা বিশ্ব সহ প্রায় গোটা দুনিয়া জানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল হচ্ছেন আধুনিক নার্সিংয়ের পথিকৃৎ এবং নার্সিং ইতিহাসের প্রথম নার্স। ক্রিমিয়ান যুদ্ধের সময় আহত সৈন্যদের সেবা করে তিনি এই খ্যাতি অর্জন করেছিলেন। কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল নার্সিং ইতিহাসে স্থান পাওয়ার অনেক আগে (১,২০০ বছর আগে), রুফায়দা আল-আসলামিয়া নার্সিং এবং সার্জারিতে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন, যা প্রজন্মের পর প্রজন্ম সেবাব্রতী মানুষকে অনুপ্রাণিত করেছে। সপ্তম শতাব্দীতে মদিনায় জন্মগ্রহণকারী রুফায়দা আল-আসলামিয়াহ ইসলামের আবির্ভাবের প্রাথমিক যুগে এক গভীর পরিবর্তনের মধ্য দিয়ে চলা সমাজের একজন পথপ্রদর্শক হিসেবে আবির্ভূত হন। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তাঁর যাত্রা শুরু হয় দ্রুত বিকশিত আরব বিশ্বের পটভূমিতে। রোগ নিরাময়ের প্রতি তাঁর আবেগ এবং সহানুভূতি তাঁকে এক অনন্যসাধারণ পথে পরিচালিত করে। সৌদি আরবের খায়বার প্রদেশ। ইহুদি ও পৌত্তলিকদের সঙ্গে যুদ্ধ শুরু হয় মুসলিমদের। ওদের অনেক সৈন্য। মুসলিমদের কম। অসম যুদ্ধে মুসলিম সৈন্যরা আহত হতে লাগল। আহত সৈন্যদের এনে রাখা হতে লাগল মদিনা...